পিকনিক ২০২৪

তারিখ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৪
স্থান: আপন ভুবন পিকনিক স্পট, পুবাইল, গাজীপুর।

আয়োজন ও সময়সূচি

সকালের নাস্তা : সকাল ০৯:০০ – সকাল ১১:০০
দুপুরের খাবার : দুপুর ০১.৩০ – বিকাল ৩:৩০
বিকালের নাস্তা: বিকাল ০৪ঃ০০ – সন্ধ্যা ০৬.০০

খেলাধুলা: সকাল ১১:০০ – দুপুর ০১:০০
লাকি কুপন ড্র: বিকাল০৪.০০ – বিকাল ০৪.৩০
রেফেল কুপন ড্র: বিকাল ৪:৩০ – বিকাল ৫ঃ৩০
সঙ্গীতানুষ্ঠান৷ : সন্ধ্যা ৫ঃ৪০ – রাত ০৯.০০

টিকেট মূল্য

 সদস্য কাপল : ১৫০০/-
সদস্য সিঙ্গেল : ১০০০/-
অতিথি : ১২০০ /-
বাচ্চা : ৫০০/-
ড্রাইভার / আয়া : ৫০০/-
র‍্যাফেল কুপন : ২০০ /-

 

• পিকনিকের টিকেট ক্লাব অফিসে পাওয়া যাবে এবং অগ্রিম টিকেট বুকিং করা যাবে।

• বুকিংকৃত টিকেট ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ করতে হবে।

• বিক্রির টিকেটও বুকিংকৃত টিকেট অফেরতযোগ্য।

•ক্লাব থেকে সদস্যদের জন্য বাস ছেড়ে যাবে সকাল ০৮:০০ ঘটিকায়।

• খেলাধুলায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট সময়ে ফেলার মাঠে প্রতিযোগিদের উপস্থিত থাকতে হবে।

• লাকি কুপন ও রাফেল ড্রয়ের সময় টিকেট প্রদর্শন করে পুরস্কার গ্রহণ করতে যাবে।

পিকনিকের আনন্দ আয়োজনে খেলাধুলা, সঙ্গীতানুষ্ঠান আরো থাকবে বাচ্চাদের জন্য মজাদার চকলেট বক্স। চলুন ব্যস্ততা আর কোলাহল ছেড়ে ঘুরে আসি অপরূপ প্রকৃতির মাঝে।

 

দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিঃ
বাড়ি ১২, রোড ৭১, গুলশান ২, ঢাকা। ফোন :২২২২৮৬০৭৫,২২২২৬৪৫০৮
ই-মেইল :tcrcld@gmail.com,Web:www.capitalclubbd.com