গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে হোমল্যান্ড পূর্বাচল সিটি থেকে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিঃ এর নামে ৪০ কাঠা জমি বায়না রেজিষ্টি করা হয়েছে। হোমল্যান্ড কর্তৃপক্ষ জমিটি ২০২৪ সালে ক্লাবকে বুঝিয়ে দিবে। জমিটিতে ডিমার্কেশনের কাজ বাকি ছিল বর্তমানে উক্ত জমিটিতে ল্যান্ড ডিমার্কেশনের কাজ চলছে । আজ ২৩ মে ২০২৩ তারিখের ছবি ।