Discover Our Club Facilities

ক্লাবের নীচতলায় রেষ্টুরেন্ট ও কিচেনরুম অবস্থিত। সুস্বাদু, সুন্দর ও পরিছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার জন্য ক্লাবের সুনাম রয়েছে।

ক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স রুম অবস্থিত। ১২/১৪ জন বিভিন্ন মিটিংয়ের জন্য সদস্যরা কনফারেন্স রুম ব্যবহার করতে পারেন।

ক্লাবের নিচতলায় রিসিপশন অবস্থিত,সম্মানিত অতিথিগণ এসে পত্রিকা ,ম্যাগাজিন পড়তে পারবেন। এক সাথে ২০/২৫ জন সদস্যা একসাথে বসে আলোচনা বা টেলিভিশন দেখতে পারবেন।