Discover Our Club Facilities

Bar

ক্লাবের তৃতীয় তলায় সুন্দর মনোরম পরিবেশে ১৫০ জন ধারণ ক্ষমতার বার ও লাউঞ্জ রয়েছে। বার সুষ্ঠভাবে পরিচালনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে লাউঞ্জের মালামাল ক্রয় করা হয় এবং সার্ভিসের জন্য পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হয়েছে।
ক্লাবের নীচতলায় ১৫০-২০০ জনের ব্যবহার উপযোগী একটি সুন্দর হলরুম রয়েছে। যেখানে সদস্যরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারেন।

GYM

ক্লাবের নীচতলায় অত্যাধুনিক মেশিন সজ্জিত জীম ও ষ্টিমরুম অবস্থিত। জীম পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা সময় রয়েছে।
ক্লাবের নীচতলায় রেষ্টুরেন্ট ও কিচেনরুম অবস্থিত। সুস্বাদু, সুন্দর ও পরিছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার জন্য ক্লাবের সুনাম রয়েছে।
ক্লাবের নীচতলায় সদস্যদের জন্য জেন্টস সেলুন রয়েছে।
ক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স রুম অবস্থিত। ১২/১৪ জন বিভিন্ন মিটিংয়ের জন্য সদস্যরা কনফারেন্স রুম ব্যবহার করতে পারেন।
ক্লাবের জায়গা স্বল্পতার জন্য নীচতলার রিসিপশনের কর্ণারে স্বল্প পরিসরে লাইব্রেরী করা হয়েছে, যেখানে সদস্যেরা বই, পেপার পড়ে এবং টিভি দেখে সময় কাটাতে পারেন।
ক্লাবের ২য় তলায় পুলরুম অবস্থিত। ১টি টেবিলের সমন্বয়ে পুলরুম অবস্থিথ। নিরিবিলি পরিবেশে পুল খেলার জন্য জায়গাটি বেশ চমৎকার।
ক্লাবের নিচতলায় রিসিপশন অবস্থিত,সম্মানিত অতিথিগণ এসে পত্রিকা ,ম্যাগাজিন পড়তে পারবেন। এক সাথে ২০/২৫ জন সদস্যা একসাথে বসে আলোচনা বা টেলিভিশন দেখতে পারবেন।