Club History

ক্লাবের কথা

২০০৩ সালের ২৮ জানুয়ারী ক্লাবটি ঢাকার গুলশানে প্রতিষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য জনাব মোশাররফ হোসেন মহোদয় গুলশান বনানী কেন্দ্রীক স্বনামধন্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে বাড়ি-১২, রোড-৭১, গুলশান-২ ঢাকাতে একটি সামাজিক ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করেন।

প্রথম দিকে ছোট পরিসরে ক্লাবটি চলা শুরু করলেও ২০১৩ সালে এসে জনাব কেএমআর মঞ্জুরের নেতৃত্বে ব্যাপক রিনোভেশনের মাধ্যমে ক্লাবের আমুল পরিবর্তন হয়। ক্লাবের বিভিন্ন ফ্যাসালিটিজ ও সুযোগ সুবিধা বৃদ্ধিসহ ক্লাবকে আধুনিকভাবে সুসজ্জিত করা হয়।

২০১৮ সালে প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবুল হোসেন এর প্রচেষ্টায় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী, সাবেক সিনিয়র সচিব জনাব ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব মোঃ নাছির এর সহযোগীতায় ক্লাব বার লাইসেন্স করতে সক্ষম হয়। বার লাইসেন্স পাওয়ার পর জনাব মোহাম্মদ আবুল হোসেন বারকে আধুনিক রুচিসম্মত ডিজাইনে রিনোভেশন করেন।

২০২২ সালে প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবুল হোসেন ও পারিচালনা পরিষদের সহযোগীতায় পুর্বাচল হোমল্যান্ড ডেভেলপমেন্ট সিটিতে ৪০ কাঠা জমি বায়না রেজিষ্ট্রেশন করা হয়। বায়না করা ডিড অনুযায়ী যাহা ২০২৪ সালে ক্লাবের অনুকুলে হস্তান্তর হবে।

০৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ক্লাবের এজিএম ও নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিচালনা পরিষদের যাত্রা শুরু হয়। নতুন পরিচালনা পরিষদের নেতৃত্বে আসেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন।

পরিচালনা পরিষদের সদস্যগন:

জনাব মোহাম্মদ আবুল হোসেন (ডিএম-৩৩)                         প্রেসিডেন্ট

জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান (এল এম ৩০৫)      ডাইরেক্টর এ্যডমিনিষ্ট্রেশন

জনাব দেলোয়ার এইচ দুলাল (এলএম-২৭৫)                      ডাইরেক্টর ফিন্যান্স

জনাব ড. শামসাদ চৌধুরী (সোনালী) (এলএম-৩০৯)                ডাইরেক্টর

জনাব মোহাম্মদ মাহবুব হাসান (গুড্ডু) (এলএম-২০৮)               ডাইরেক্টর

জনাব মির মোঃ জাকির হোসেন মানিক (এলএম-২৭৮)              ডাইরেক্টর

জনাব মোঃ ছাইদ হাসান কানন (এলএম-১৯২)                       ডাইরেক্টর

জনাব একেএম মাইনুদ্দীন নূরী (মিল্কী) (এলএম-২৯০)               ডাইরেক্টর

জনাব মাকসুদা খানম (রীপা) (এলএম-৩২৫)                         ডাইরেক্টর

জনাব মোঃ জাকির হোসেন নান্নু (এন ৮)                             ডাইরেক্টর

জনাব মাহমুদুল হক পলাশ (এল এম ২৮৬)                          ডাইরেক্টর

ক্লাবের আগামী দিনের পরিকল্পনা:

 

ক্লাবকে সুন্দর ও আধুনিকভাবে গড়ে তুলতে নিজস্ব জায়গার কোন বিকল্প নাই। ক্লাবের প্রথম পরিকল্পনা হলো গুলশান, বনানী বা রাজউকের পুর্বাচলে একটি কর্মাশিয়াল প্লট কিনে নেওয়ার চেষ্টা অব্যহত রাখা। এছাড়াও সামাজিকভাবে ক্লাবকে সুপ্রতিষ্ঠার জন্য ক্লাবের সুন্দর পরিবেশ তৈরী করা। 

ক্লাবে সম্মানিত সদস্যদের জন্য যে সকল সুযোগ সুবিধা বিদ্যামান রয়েছে

ক্লাবের তৃতীয় তলায় সুন্দর মনোরম পরিবেশে ১৫০ জন ধারণ ক্ষমতার বার ও লাউঞ্জ রয়েছে। বার সুষ্ঠভাবে পরিচালনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে লাউঞ্জের মালামাল ক্রয় করা হয় এবং সার্ভিসের জন্য পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হয়েছে।

কার্ডরুম লবি: ক্লাবের দ্বিতীয় তলায় কার্ড রুম লবি অবস্থিত।সম্মানিত মেম্বার গণ লবিতে বসে টিভি দেখতে পারেন,এবং প্রয়োজনীয় কাজ করতে পারেন।

ক্লাবের ২য় তলায় কার্ডরুম অবস্থিত। তিনটি রুমের সমন্বয়ে নিরিবিলি পরিবেশে কার্ডখেলার জন্য চমৎকার একটি জায়গা যার বিকল্প নাই। কার্ডরুম ব্যবহারকারী সদস্যদের জন্য রয়েছে নানাবিধ সুযোগ সুবিধা।

ক্লাবের ২য় তলায় পুলরুম অবস্থিত। ১টি টেবিলের সমন্বয়ে পুলরুম অবস্থিথ। নিরিবিলি পরিবেশে পুল খেলার জন্য জায়গাটি বেশ চমৎকার।

ক্লাবের ২য় তলায় নামাজের জায়গা অবস্থিত। ছোট পরিবেশে অজুখানা ও ওয়াসরুমসহ ২০ জন লোকের নামাজ পরার পরিবেশ রয়েছে।

ক্লাবের নীচতলায় রেষ্টুরেন্ট ও কিচেনরুম অবস্থিত। সুস্বাদু, সুন্দর ও পরিছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার জন্য ক্লাবের সুনাম রয়েছে।

ক্লাবের নীচতলায় রেষ্টুরেন্ট ও কিচেনরুম অবস্থিত। সুস্বাদু, সুন্দর ও পরিছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার জন্য ক্লাবের সুনাম রয়েছে।

 ক্লাবের নীচতলায় সদস্যদের জন্য জেন্টস সেলুন রয়েছে।

 ক্লাবের নীচতলায় অত্যাধুনিক মেশিন সজ্জিত জীম ও ষ্টিমরুম অবস্থিত। জীম পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা সময় রয়েছে।

ক্লাবের নীচতলায় ১৫০-২০০ জনের ব্যবহার উপযোগী একটি সুন্দর হলরুম রয়েছে। যেখানে সদস্যরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারেন।

 ক্লাবের জায়গা স্বল্পতার জন্য নীচতলার রিসিপশনের কর্ণারে স্বল্প পরিসরে লাইব্রেরী করা হয়েছে, যেখানে সদস্যেরা বই, পেপার পড়ে এবং টিভি দেখে সময় কাটাতে পারেন।

 ক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স রুম অবস্থিত। ১০/১২ জনের বিভিন্ন মিটিংয়ের জন্য সদস্যরা কনফারেন্স রুম ব্যবহার করতে পারেন।

ডোনার সদস্য: ৩১ জন

লাইফ সদস্য: -৩৫৯ জন

পারমান্টে সদস্য: ৫০১ জন

ফরেন সদস্য: ০৬ জন

অনারারী সদস্য: ৪৫ জন

ডিপলোমেট সদস্য: ০১ জন

ইউজ ক্লাব সদস্য: ৪ জন 

সিআরএম সদস্য : ৮ জন

মোট সদস্য = ৯৫৫ জন

ক্লাবের বর্তমান বাসাটি ভাড়াকৃত। ক্লাব তার নিজস্ব সম্পদ করার জন্য পূর্বাচল হোমল্যান্ড সিটিতে ৪০ কাঠা জায়গা বায়না রেজিষ্টি সম্পাদন করেছে যাহা আগামী ২০২৪ সালে ক্লাবের কাছে হ্যান্ডওভার করবে। এছাড়াও গুলশান, বনানী এলাকার মধ্যে ক্লাবের একটা নিজস্ব জায়গা করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে।

ক্লাবকে সুন্দর ও আধুনিকভাবে গড়ে তুলতে নিজস্ব জায়গার কোন বিকল্প নাই তাই ক্লাবের প্রথম পরিকল্পনা গুলশান, বনানী এলাকার মধ্যে ক্লাবের একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করা।
ক্লাবের জন্য একটি সুন্দর ভবন তৈরী করা
সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী করা
সামাজিকভাবে ক্লাবকে প্রতিষ্ঠার জন্য সুন্দর পরিবেশ তৈরী করা।