5
2. Reception Loby
3. Reception
4. BAR
6. GYM
8. Salon
9. Conferance Room
10. Pool Room
previous arrow
next arrow

ক্লাবের কথা

২০০৩ সালের ২৮ জানুয়ারী ক্লাবটি ঢাকার গুলশানে প্রতিষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য জনাব মোশাররফ হোসেন মহোদয় গুলশান বনানী কেন্দ্রীক স্বনামধন্য ব্যক্তিবর্গ নিয়ে বাড়ি-১২, রোড-৭১, গুলশান-২ ঢাকাতে সামাজিক ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করেন।

 

প্রথম দিকে ছোট পরিসরে ক্লাবটি চলা শুরু করলেও ২০১৩ সালে এসে জনাব কে এম আর মঞ্জুরের নেতৃত্বে ব্যাপক রিনোভেশনের মাধ্যমে ক্লাবের আমুল পরিবর্তন হয়। ক্লাবের বিভিন্ন ফ্যাসালিটিজ ও কলেবর বৃদ্ধি করা হয় এবং ক্লাবকে আধুনিকভাবে সুসজ্জিত করা হয়।

 

২০১৮ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন এর নেতৃত্বে ক্লাব বার লাইসেন্স পায়। বার লাইসেন্স পাওয়ার পর তিনি বারকে আধুনিক রুচিসম্মত ডিজাইনে রিনোভেশন করেন এবং বারের সুন্দর পরিবেশ সৃষ্টি করেন।

 

২০২২ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন এর নেতৃত্বে ক্লাব পুর্বাচল হোমল্যান্ড ডেভেলপমেন্ট থেকে ক্লাবের এ্যসেট হিসেবে ৪০ কাঠা জমি বায়না রেজিষ্ট্রি করা হয় যাহা ২০২৪ সালে ক্লাবের অনুকুলে হস্তান্তরিত হবে।

 

০৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ক্লাবের এজিএম ও নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিচালনা পরিষদের যাত্রা শুরু হয়। নতুন পরিচালনা পরিষদের নেতৃত্বে আসেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন। 

 

ক্লাবের আগামী দিনের পরিকল্পনা:

ক্লাবকে সুন্দর ও আধুনিকভাবে গড়ে তুলতে নিজস্ব জায়গার কোন বিকল্প নাই তাই ক্লাবের প্রথম পরিকল্পনা গুলশান, বনানী এলাকার মধ্যে ক্লাবের একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করা এবং ক্লাবের জন্য একটি সুন্দর ভবন তৈরী করা। এছাড়া সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী ও সামাজিকভাবে ক্লাবকে প্রতিষ্ঠার জন্য সুন্দর পরিবেশ তৈরী করা। 

Open Everyday

Call For Reservations

Sunday –                                                                    – Monday
11:30 (am) – 10:00 (pm)
222286075